‘খালে এমপি আনারের দেহাংশ পাওয়া কঠিন’

ভারতে গিয়ে হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের দেহাংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ভারত ও বাংলাদেশে গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতার পাশ্ববর্তী অঞ্চল ভাঙ্গরের কৃষ্ণ মাটি ও জিরানগাছার বাগজোলা খালে ফেলা হয়েছে তার দেহাংশ। কিন্তু বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও কোনো দেহাংশ পাওয়া যায়নি।
এদিকে ভাঙ্গরের স্থানীয় এক বাসিন্দা বলেন, এই খালে দেহাংশ পাওয়া সম্ভব নয়। এই অঞ্চলে প্রচুর শিয়াল, বনবিড়াল আছে। এই খালে পানির যা স্রোত তাতে দেহাংশ পাওয়া বেশ কঠিন।

স্থানীয় আরেক বাসিন্দা জানান, দেহাংশ খালের পানিতে ফেলা হলে পানির টানে চলে যাবে। দেহাংশ সহজে পাওয়া যাবে না।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজীম। নিখোঁজের প্রায় ১০ দিন পর গত বুধবার (২২ মে) তার খুনের বিষয়টি সামনে আসে।

Leave a Reply