কিছুদিন আগে জীবনে তৃতীয় বার বিয়ে করার কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছিলেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী শ্রাবন্তী। পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে তিনি বেছে নিয়েছিলেন মডেল কৃষ্ণব্রজ কে। তবে দেয় বিয়েও তাঁর সুখের হয়নি। বছর ঘুরতে না ঘুরতেই ভাঙন দেখা যায় সম্পর্কে তারপরই তিনি জীবনে তৃতীয়বারের জন্য বেছে নেন রোশন সিং কে।
নতুন করে আবারো আলোচনায় এসেছেন এই ছবিগুলোর মাধ্যমেই। ছবিগুলো দেখে মনে হচ্ছে তিনি এবার সুখেই সংসার করছেন। জয়পুরহাট জেলার পাঁচবিবিতে প্রেমিকার অনশনের মুখে পর**কীয়ার খেসারত হিসেবে দেড় লাখ টাকা দিতে হয়েছে আওলাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকে (৫২)। স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া গ্রামের সনি চৌধুরীর স্ত্রী ফারিয়া আখতার চুমকী (৩৮) কয়েক মাস আগে তার স্বামীর বি**রুদ্ধে নানা অ*ভিযোগ নিয়ে পূর্ব পরিচিত আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের কাছে যান। চুমকী এক কন্যা সন্তানের জননী।
এক পর্যায়ে ওই চেয়ারম্যান তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে ওই নারীর স্বামী তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর ওই নারী বিয়ের দাবি নিয়ে চেয়ারম্যান রাজ্জাকের কার্যলয়ে আসেন। এ সময় চেয়ারম্যান সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী ও চেয়ারম্যানের শুভাকাঙ্ক্ষী ওই নারীকে ১ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণে সম্মত হয়। পরে তাকে নগদ ১ লাখ টাকা দিয়ে পাঠিয়ে দেন তারা।
ভু**ক্ত*ভোগী ওই নারী বলেন, আমার স্বামী একটু বদমেজাজী। তাই স্বামীর পূর্ব পরিচিত রাজ্জাক চেয়ারম্যানের কাছে অ*ভিযোগ নিয়ে গেছিলাম। কিন্তু সে আমার দুর্বলতার সুযোগ নিয়ে প্রে**মের প্রস্তাব দেয়।
এরপর মোবাইলে কল করে নানা প্রলোভন দেয়। এক পর্যায়ে আমাদের মধ্যে প্রে**মের সম্পর্ক গড়ে ওঠে। আজ যখন বিয়ের দাবিতে আসলাম, তখন ভয়ভীতি দেখিয়ে বিদায় করে দেয়। স্বামীও বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি কি করবো? অভিযুক্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পাঁচবিবি উপজেলার ছাতিনআলী গ্রামের মৃ**ত ইউনুস মণ্ডলের ছেলে এবং আওলাই ইউনিয়ন বিএনপির এক নম্বর সদস্য।