চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণ প্রতিরোধের সময় ছুরিকাঘাতে মামার মৃত্যু হয়েছে। এসময় গণপিটুনীতে নিহত হয় ধর্ষণের চেষ্টাকারী। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। গণপিটুনীতে নিহত আকবর আলীর বিরুদ্ধে এর আগেও একই অভিযোগ ছিলো বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
পুলিশ জানায়, শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে স্কুলছাত্রীর বাড়িতে হানা দেয় বখাটে আকবার আলী। এসময় শিক্ষার্থীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে বাধা দেয় তার মামাসহ পরিবারের লোকজন।
তখন ছুরিকাঘাতে শিক্ষার্থীর মামাকে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আকবর। এ ঘটনায় স্থানীয়রা তাকে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আকবর আলীর বিরুদ্ধে একই অভিযোগ আগেও ছিলো বলে জানিয়েছেন মোমিনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক। তিনি বলেন এর আগে সেসব ঘটনা সামাজিকভাবে মেটানোর চেষ্টা হয়েছিল।
আর এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ।
এ ঘটনায় আহত দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় নির্যাতিতার নানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।