ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের কোনো প্রতিষ্ঠানের অবহেলার নজির নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমন্বিত ও সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে জানিয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নিজে পরিস্থিতি তদারকি করছেন।
শনিবার (২৪ আগস্ট) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণে প্রথম দিকে প্রক্রিয়া ধীরগতি হলেও বর্তমানে সরকারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। এক মুহূর্তের জন্যও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কোনো শাখা কোনো প্রতিষ্ঠান শৈথিল্য প্রকাশ প্রদর্শনের নজির নাই।