শেখ হাসিনার জন্য নোবেল চান শেখ সেলিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে সুইডেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

তার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের সম্ভাবনাময় ১২ দেশের তালিকায় স্থান করে নিয়েছে। এখন তিনি মানবতা, গণতন্ত্র, আইনের শাসন ও উন্নয়নের নেত্রী। তাই শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য নোবেল কমিটির কাছে অনুরোধ জানাচ্ছি।’ গতকাল গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ সেলিম বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন তিন হাজার মেগাওয়াট থেকে ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করেছেন। আমাদের রিজার্ভ তিন বিলিয়ন থেকে ৩৫ বিলিয়নে উন্নীত হয়েছে। রপ্তানি ১০ বিলিয়নের স্থলে ৩৯ বিলিয়নে দাঁড়িয়েছে। মাথাপিছু আয় ৪০০ থেকে ১৮০০ ডলার হয়েছে। তিনি জঙ্গি দমন করেছেন। এখন তিনি মানবতা ও উন্নয়নের নেত্রী।

শেখ সেলিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাংলাদেশে যেন কোনো দিন স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসতে না পারে, সেদিকে তোমাদের সজাগ থাকতে হবে। আগামী ১০ বছরের মধ্যে স্বাধীনতাবিরোধীদের নিশ্চিহ্ন করতে হবে।

Leave a Reply