নারায়ণগঞ্জের ফতুল্লায় সৈয়দ মোহাম্মদ মুন্না (৩৫) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে শরীরে অ্যাসিড ঢেলে দিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় আশপাশের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সোমবার রাত ৮টায় ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুন্না ফতুল্লা ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ মেরাজ হোসেনের ছেলে। তারা ফতুল্লার দাপা এলাকায় সপরিবারে বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার সময় অজ্ঞাত কয়েকজন যুবক মুন্নার ওপর হামলা চালায়। এ সময় মুন্না তাদের হাত থেকে রক্ষা পেতে চেষ্টা করলে ওই যুবকরা মুন্নার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে কোপায়। এতে মুন্নার নিথর দেহ মাটিতে লুটে পড়লে যুবকরা পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজন মুন্নাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।তবে মুন্নার ছোট ভাই শাওনের দাবি, মুন্না গার্মেন্টের ওয়েস্টিজ মালের ব্যবসা করেন। বিএনপির স্থানীয় সন্ত্রাসী সাইফুল, রকিসহ তাদের লোকজন ব্যবসায়িক বিরোধের জের ধরে তাকে কুপিয়ে শরীরে অ্যাসিড ঢেলে দিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক জানান, মুন্না ছাত্রলীগ করে এটা জানি। তবে তার পদপদবি সম্পর্কে আমার জানা নেই। কারণ ১৫ বছর আগের পুরনো কমিটি এখন চলছে। তাই কার কী পদ এখন মুখস্থ নেই। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।