প্রতি বছরই শারদীয় দুর্গোৎসবে কিছু প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, প্রতিশ্রুতি দেয়া হলেও সত্য উদঘাটনের নজির নেই। বিবিসি বাংলা
এবারও ১৩ টি জেলায় বেশ কয়েকটি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে গাজীপুরের ভাওয়ালগড় এলাকায় প্রতিমা ভাংচুর হয়েছে। বিবিসির সাংবাদিক সরেজমিনে গিয়েছিলেন ভাওয়ালেগড়ে। প্রতিমা ভাঙ্গার ঘটনা নিজেদের মধ্যে হলেও তারা নতুন করে মূর্তি বানিয়ে নিয়েছেন।
এলাকাবাসীর ভাষ্য, তারা রমজান মাসেও পুজো করেছেন। তারা এক দশকের বেশী সময় ধরে পুজো করছেন। কিন্তু এবারই তাদের দেবী আন্তত হলো। তবে আগে পুজো হতো অস্থায়ী মঞ্চে জমিবে। এবার বেশ কিছু জমি নিয়ে পুজা মন্ডপ করা হয়েছে।
স্থানীয় পুজা কমিটির কর্র্মকর্তা সুজন বলেন, বেশ কয়েকটি প্রতিমা তাদের ভেঙ্গে ফেলা হয়েছে। তিনি বলেন, স্থানীয় কিছু মুসলমানদের মধ্যে খুবই সুসম্পর্ক। কখনো দুই সম্প্রদায়ের মধ্যে কোনো দ্বন্ধ হয়নি।
এক মুসলমান নেতা বলেন, আমরাও এই অপকর্মের জবাব খুঁজছি। তিনি বলেন, কোনো স্বার্থের জন্য এই ঘটনা ঘটাতে পারে।
পুলিশ বলেছেন, জমি নিয়ে বিরোধের কারণে দেবী ভাংচুরের ঘটনা ঘটেছে। উল্লেখ্য, দেশে ৩২ হাজার মন্ডপে পুজা হয়ে থাকে।
আওয়ামী লীগ নেতা মাহবুব আলম হানিফ বলেন, আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। তবে স্বার্থাঙ্গ মানুষের কারসাজিকে আমরা প্রশায় দিচ্ছিনা।
স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের এক কর্মকর্তা বলেন, এবার আমরা হাতে গোনা কয়েকটি অভিযোগ পেয়েছি। পুলিশ সব ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে।