ঢাকা- অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে ইসমাইল চৌধুরী সম্রাট ও এনামুল হক আরমানকে।
রবিবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নেয়। যুবলীগের প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু এই তথ্য নিশ্চিত করেছেন।
সম্রাট যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও আরমান সহসভাপতি ছিলেন।
শনিবার ভোর পাঁচটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের একটি বাড়ি থেকে র্যাব সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করে। চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়।
এদিকে দুপুরে ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে কাকরাইলে নেওয়া হয়েছে।
বেলা সোয়া একটার দিকে র্যাব হেডকোয়ার্টার থেকে একটি দল গাড়িতে করে সম্রাটকে নিয়ে কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারের চতুর্থ তলায় সম্রাটের কার্যালয়টি ঘিরে ফেলে। পরে হাতুড়ি দিয়ে কার্যালয়ের তালা ভেঙে সম্রাটকে নিয়ে ভেতরে প্রবেশ করে র্যাব সদস্যরা। এ সময় সম্রাটের মাথায় হেলমেট পড়া ছিল।
অভিযানের নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এখন কার্যালয়টিতে তল্লাশি চালানো হবে বলে র্যাবের একটি সূত্র জানিয়েছে।
সূত্রটি জানায়, অভিযানের অংশ হিসেবে সম্রাটকে কাকরাইলে তার কার্যালয়ে আনা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।