বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং র্যাবের একটি আভিযানিক দল হবিগঞ্জের সাতছড়ি রিজার্ভ ফরেস্ট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করেছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে এই অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ১৩ রাউন্ড আরপিজি গোলা ও কিছু বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং র্যাবের একটি চৌকষ আভিযানিক দল হবিগঞ্জের সাতছড়ি রিজার্ভ ফরেস্ট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ১৩ রাউন্ড আরপিজি গোলা এবং কিছু বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করে।’
উদ্ধারকৃত গোলা ও বিস্ফোরক দ্রব্যসমূহ পরবর্তীতে বিস্ফোরক বিশেষজ্ঞ দল কর্তৃক ধ্বংস করা হচ্ছে বলেও জানিয়েছেন এএসপি মিজানুর রহমান।