ক্ষমতায় থাকাকালে বিএনপি-জামায়াত সরকার দেশের কোনও উন্নয়ন করেনি বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘তারা নিজেদের উন্নয়নে লুটপাট করেছে। বন্যা, খরা, শীতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় জামায়াত-বিএনপির নেতারা কোনোদিনই দুর্গত মানুষের পাশে দাঁড়াননি।’
সোমবার (১৩ জানুয়ারি) সকালে নিজ গ্রাম মানিকগঞ্জের গড়পাড়া ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রীর নিজস্ব অর্থায়নে এই কম্বল বিতরণ করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতি করে দেশের মানুষের জন্য। যেকোনও দুর্যোগে আওয়ামী লীগ মানুষের পাশে ছিল, আছে, থাকবে। প্রচণ্ড শীতে যেন মানুষ কষ্ট না করে, এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্তদের পাশে আছেন। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সরকারের পাশাপাশি শীতার্তদের বস্ত্র বিতরণ করছেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।