ধ’র্ষণ করতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় আলমগীর হোসেন (৫০) নামে একজনের গু’প্তাঙ্গ লি’ঙ্গ খোয়া গেছে।গত বুধবার গভীর রাতে উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ ঘ’টনা ঘটে। পরে আটহতের স্বজনরা আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাতেই তাকে বরিশার শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করেন।স্থানীয়রা বলছে, স্বামী প্রবাসে থাকার সুযোগে ওই গৃ’হবধূকে (৩০) প্রতিবেশী আলমগীর দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল।
এ ঘটনা নিয়ে শালিস বৈঠকও হয়। এ বিষয়ে এলাকাবাসী আলমগীরকে একাধিকবার সতর্ক করলেও তাতে কর্ণপাত না করে বুধবার গভীর রাতে কৌশলে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধ’র্ষণের চেষ্টা করে। এসময় ওই গৃ’হবধূ ই’জ্জত বাঁ’চাতে এক পর্যায় চা’কু দিয়ে আলমগীরের লি’ঙ্গ কে’টে দেন।মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর হক জানান, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুনঃঘন কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মাসকাট থেকে চট্টগ্রামে আসা বিমানের ১২২ ফ্লাইটটি ঘন কুয়াশার কারণে নামতে পারেনি।তবে কুয়াশা কে’টে গেলে ফ্লাইটটি আবার চট্টগ্রামে চলে আসবে বলে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক খায়রুল কবির।
তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছাড়া বাকী’ সবগু’লো ফ্লাইট ওঠা-নামা করছে।এদিকে ঘন কুয়াশার কারণে ঢাকার হ’জরত শাহ’জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল। রোববার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৩টা থেকে সোমবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ৯টা পর্যন্ত কোনো ফ্লাইট ওঠানামা করেনি।
শাহ’জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এসএম ওহিদুর রহমান বলেন, রোববার দিবাগত রাত ৩টা ১১ মিনিটে সৌদি এয়ারলাইন্সের জেদ্দা ফ্লাইটটি শাহ’জালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার পর আর কোনো ফ্লাইট সকাল সোয়া ৯টার আগে ছেড়ে যায়নি। রাত গভীর ‘হতেই বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা সাধারণ ভিজিবিলিটি ১০০ মিটারে নেমে আসে। ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ থাকলে বিমান ওঠানামা করতে পারে। এ কারণে সব ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।