ক্রসফায়ারে ধর্ষক হত্যার দাবি: কাদের

জাতীয় সংসদে ক্রসফায়ারে ধর্ষক হত্যার দাবি দুই সংসদ সদস্যের (এমপি) ব্যক্তিগত মত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গত ১৪ জানুয়ারি জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় ধর্ষণকারীদের ‘ক্রসফায়ারে’ হত্যা করার দাবি জানান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও মুজিবুল হক। তারা বলেন, ধর্ষকদের ক্রসফায়ারে দিলে বেহেশতে যাওয়া যাবে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন আমি বিষয়টি অনলাইনে দেখেছি। আমি তখন সিঙ্গাপুরে ছিলাম। সে কারণে আমি সেইদিন সংসদে ছিলাম না। যারা এনকাউন্টারের পক্ষে বক্তব্য রেখেছেন আমার মনে হয় এটা তাদের ব্যক্তিগত মতামত। এটা সরকার ও আমাদের দলের কোনো বিষয় নয়।’

তিনি বলেন, ‘এনকাউন্টার বা ক্রসফায়ারকে তো আমরা সাপোর্ট করতে পারি না। কারণ, এটা সংবিধানের আওতার বাইরে। এটা সংবিধানসম্মত নয়। দলীয় ও সরকারিভাবে ক্রয়ফায়ার আমরা সাপোর্ট করতে পারি না। ব্যক্তিগতভাবে কারও অভিমত থাকতে পারে। দ্যাট ইজ ডিফারেন্ট।’

Leave a Reply