সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার ফুল চাষের গল্প।
এলএলবি পাস লিয়াকত বলেন, “ভূগোলে অনার্স-মাস্টার্স আর এলএলবি করার পর চাকরির জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু ভাগ্যে জোটেনি। পরে বড় ভাইয়ের মাধ্যমে সাভারে গিয়ে ফুলচাষের কাজ শিখে ফরিদপুর চলে আসি।”
২০১৮ সালে তিনি ওই ইউনিয়নের খুশির বাজার এলাকায় ৫২ শতাংশ জমিতে জারবেরা ফুলের চাষ শুরু করেন। এতে সহযোগিতা করেন তার বড় ভাই আনোয়ার হোসেন।
লিয়াতক বলেন, “পরের বছরই ব্যবসায় সফলতা আসে। ভাল লাভ হওয়ায় আরও ৭৫ শতাংশ জমি লিজ নিয়ে কাজ শুরু করি।”
এখন তিনি মোট ১২৭ শতাংশ জমিতে ফুল চাষ করছেন বলে জানান।
লিয়াকত বলেন, প্রথমে জারবেরা দিয়ে শুরু করলেও এখন জারবেরার পাশাপাশি চন্দ্রমল্লিকা ও জিপসি ফুলও চাষ করছেন। নতুন করে আবার গোলাপ চাষের জন্য ক্ষেত প্রস্তুত করছেন।
“লাভ-আসল মিলে এখন প্রায় ৪০ লাখ টাকার বিনিয়োগ রয়েছে।”
এসব ফুল ফরিদপুর ও আশেপাশের জেলা ছাড়াও ঢাকা ও চট্টগ্রামের পাইকাররা এসে নিয়ে যায় বলে তিনি জানান।