করোনা আক্রান্ত রোগীদের হেয় না করার অনুরোধ জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান।
তিনি বলেন, করোনা সারাবিশ্বে যতটা মারাত্মক আবার এর থেকে সুস্থ হওয়ার হারও অনেক ভাল। একটু সিস্টেমেটিক ট্রিটমেন্ট হলে বেশীরভাগ রোগীই সুস্থ হয়ে যায়। তবে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা হয় তাদের ক্ষেত্রে চিকিৎসা একটু জটিল হয়ে পড়ে।
তিনি আরো বলেন, এই ভাইরাসে আক্রান্ত হলে সবচেয়ে বেশী প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবার খাওয়া এবং মনোবল শক্ত রাখা। তাই যাদের করোনা হয়েছে তাদের সামাজিকভাবে হেয় করবেন না, এতে তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। যার ফল আমাদের জন্য ভাল হবে না।
বুধবার করোনা জয় করা ৫ জনকে ছাড়পত্র দেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।