ত্রাণ কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, সরকার কঠোর অবস্থানে আছে বলেই সামান্য অপরাধ করলেও কেউ রেহাই পাচ্ছে না।
সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, গত একদশকে দেশ অর্থনৈতিক সমৃদ্ধি ও সক্ষমতা অর্জন করেছে বলেই, করোনা সংকটে বিপুল পরিমাণ প্রণোদনা ও ত্রাণ সহায়তা দেয়া সম্ভব হচ্ছে।
ওবায়দুল কাদের আরও বলেন, চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা সীমিত হওয়ার কারণেই, সাধারণ রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সামান্য সময়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখার জন্য চিকিৎসকদের আহ্বান জানান ওবায়দুল কাদের।