ময়মনসিংহের ভালুকায় চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার উথুরা ইউনিয়নে কৈয়াদী গ্রামের। ওই ঘটনায় রাসেল (৩২) নামে স্থানীয় কিন্ডার গার্টেন স্কুলের এক শিক্ষককে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাসেল কৈয়াদী গ্রামের শুক্কুর আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন গত রবিবার সকাল সকাল ১০টার দিকে বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় কৈয়াদী রহমানীয়া মাদরাসা এলাকা থেকে রাসেল ওই ছাত্রীতে অপহরণ করে উদাও হয়ে যায়। পরে ওই ঘটনায় অপহৃতার বড়ভাই বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা করলে পুলিশ পাশের সাগরদীঘি এলাকা অপহৃতাকে উদ্ধার এবং রাসেলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাসেলকে আদালতে এবং ডাক্তারী পরীক্ষার জন্য ওই ছাত্রীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই বিল্লাল হোসেন জানান, ধর্ষণ মামলার গ্রেপ্তারকৃত আসামি রাসেলকে আদালতে এবং ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।