কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবের নমুনা পরীক্ষায় আরও এক রোহিঙ্গাসহ নতুন করে ২২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রবিবার (১৭ মে) ১৮৪ জনের নমুনা টেস্টের মধ্যে এই ২২ জনকে পজিটিভ শনাক্ত করা হয়।
এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৯ জন, পেকুয়া উপজেলায় একজন, উখিয়া উপজেলায় চার জন, রোহিঙ্গা শরণার্থী একজন, বান্দরবানের লামা উপজেলায় একজন এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ছয় জন।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।
এনিয়ে কক্সবাজার জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৯০ জন।মারা গেছেন একজন এবং ৩৩ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উল্লেখ্য, সম্প্রতি নমুনা পরীক্ষার মাধ্যমে একজন রোহিঙ্গার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।