পাকিস্তানে অনলাইনে একটি ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে দুই কিশোরীকে গুলি করে হত্যা করেছে পরিবারেরই এক সদস্য।
বিবিসি জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াজিরিস্তানের দুর্গম এক এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পাকিস্তানের পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।
একই পরিবারের দুই মেয়েকে গুলি করে হত্যা করে পরিবারের অন্য সদস্য। একজনের বয়স ছিল ১৬ এবং আরেকজনের ১৮।
পুলিশের বরাত দিয়ে দেশটির শীর্ষ দৈনিক ডন জানায়, খাইবার পাখতুনখাওয়ার সীমান্তবর্তী এক গ্রামে বৃহস্পতিবার বিকেলে হত্যা করা হয় ওই দুই কিশোরীকে।
একই এলাকার এক লোকের সঙ্গে দুই কিশোরীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। সেটিই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য।
ডন পত্রিকার হাতে ভিডিওটি এসেছে। তারা জানায়, ভিডিওতে দেখা গেছে এক যুবক ভিডিওটি ধারণ করছিলেন, যেখানে তিনটি মেয়ে উপস্থিত ছিল এবং জায়গাটি ছিল নির্জন।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, অন্তত এক বছর আগের ভিডিও এটি, সম্প্রতি এটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
পাকিস্তানের একজন পুলিশ কর্মকর্তা বলেন, এখন আমাদের দায়িত্ব তৃতীয় মেয়েটি ও যুবকের প্রাণ বাঁচানো।
পাকিস্তানে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, দেশটিতে নারী ও মেয়েদের ওপর সহিংসতা একটা ভয়াবহ সমস্যা। প্রতি বছর এক হাজারের বেশি অনার কিলিং হয় দেশটিতে।