দেশে করোনাভাইরাসের সংক্রমণে চলমান লকডাউন পরিস্থিতিতে নরসিংদীতে গরিব ও দুস্থ মানুষের সহায়তার জন্য সম্প্রীতির বাজার চালু করেছে সেনাবাহিনী। যেখানে বিনামূল্যে গরিব ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও কৃষি বীজ বিতরণ করা হয়। আজ সোমবার দুপুরে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় জেলার রায়পুরা কলেজ মাঠে এ বাজার চালু করা হয়।
সেনাবাহিনীর ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী (বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রীতির বাজার উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী আবদুস সালাম প্রমুখ।
এ বাজারের মাধ্যমে রায়পুরা ও বেলাব উপজেলার এক হাজার অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের পরিবারকে সাহায্য দেওয়া হয়। তাঁদের সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে মাস্ক, চাল, শুস্ক খাদ্য সামগ্রী, বিভিন্ন প্রকার সবজি এবং কৃষি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে দুস্থদের খাদ্য সহায়তার পাশাপাশি প্রান্তিক সবজি চাষিদের কাছ থেকে বিপুল সবজি ন্যায্যমূল্যে কেনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের বিভিন্ন দিকনির্দেশনা অনুযায়ী জনপ্রশাসনের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় নরসিংদী জেলা প্রশাসনের সহায়তায় রায়পুরা ও বেলাব উপজেলার এক হাজার নিম্ন আয়ের অসহায় ও দুস্থদের পরিবারকে চিহ্নিত করে তাদের মধ্যে বিভিন্ন খাদ্যদ্রব্য সামগ্রী সহায়তার পাশাপাশি প্রান্তিক সবজি চাষিদের কাছ থেকে বিপুল সবজি ন্যায্যমূল্যে ক্রয় করা হয়েছে। এতে কৃষকরাও লাভবান হচ্ছে।
আশরাফুজ্জামান সিদ্দিকী আরো বলেন, সম্প্রতির বাজার নাম হলেও এখানে অসহায় মানুষদের বিনামূল্যে দেওয়া হচ্ছে। এবং এতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছে। মানুষকে একসঙ্গে জড়ো হওয়া লাগছে না।