বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের ‘অস্থায়ী রাষ্ট্রপতি’ বলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ইতিহাস বিকৃতর অভিযোগে সোমবার (৭ সেপ্টেম্বর) অলি আহমদের নির্বাচনী এলাকা চট্টগ্রামের চন্দনাইশের বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ এই নোটিশ পাঠান।
ইমতিয়াজ বলেন, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
ব্যারিস্টার ইমতিয়াজ বলেন, গত ১৭ আগস্ট একজন প্রবাসী সাংবাদিকের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অলি আহমদ বলেন- জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের ‘অস্থায়ী রাষ্ট্রপতি’ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেছিলেন।
তিনি বলেন, সংবিধান এবং মুজিবনগর সরকারের ঘোষণায় এ বিষয়ে স্পষ্ট করে বলা থাকলেও পঁচাত্তর পরবর্তী ইতিহাস বিকৃতির অপচেষ্টার অংশ হিসেবে এমন বক্তব্য দিয়েছেন এলডিপি প্রধান।