অর্থপাচার মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ও ঠিকাদার জিকে শামীম এবং তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ মঙ্গলবার (১০ নভেম্বর)।
আসামিদের উপস্থিতিতে ঢাকার বিশেষ জজ আদালত ১০-এ শুনানির দিন ধার্য রয়েছে।
ক্যাসিনোবিরোধী অভিযানে গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশানে জিকে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব। অভিযানে নগদ ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার ডলার, ১৬৫ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার ১০টি এফডিআর, ৩২টি ব্যাংক হিসাবের চেক, ৮টি আগ্নেয়াস্ত্র ও বিদেশি মদ উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় পরদিন থানায় মামলা করে র্যাব। ২৬ সেপ্টেম্বর মানি লন্ডারিং মামলায় জিকে শামীমকে গ্রেফতার দেখানোর আবেদন করে সিআইডি। একইসঙ্গে তদন্ত চলাকালীন সিআইডির আবেদনে জিকে শামীমের ১৯৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত।
গত ৪ আগস্ট সিআইডি জিকে শামীম ও তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। অস্ত্র ও মাদক মামলায় ইতিমধ্যে তাদের বিচার শুরু হয়েছে।