ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাছ থেকে বিএনপিকে আন্দোলনের কৌশল শেখার আহ্বান জানিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘আন্দোলন কীভাবে করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে শেখেন।
তিনি বলেন, ‘বিএনপি দেশকে অচল করে দেওয়া, ধ্বংস করে দেওয়ার রাজনীতি করে। এ সময় দলটিকে নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান মাহবুবুল আলম হানিফ।
রোববার (৩ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে বিশ্বশান্তি ও মানবাধিকার সংঘ বাংলাদেশ আয়োজিত বঙ্গবন্ধুর দর্শন শক্তি ও নম্রতার সমন্বয় শীর্ষক জাতীয় সেমিনারে গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দেশের উন্নয়ন চোখে পড়ে না বিএনপির। তাদের গণ-অভ্যুত্থানের হুমকি কখনো সফল হবে না।
বিএনপির রাজনীতিতে দেশ ও জনগণের কথা নেই উল্লেখ করে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যে দলের সৃষ্টিই অগণতান্ত্রিক পন্থায়, তারা এখন গণতন্ত্রের কথা বলে বেড়াচ্ছে। রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন আনতে বিএনপির প্রতি আহ্বান জানান মাহবুবউল আলম হানিফ।
সেমিনারে আরও বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ।