বাংলাদেশে করোনা ভ্যাকসিন সংগ্রহ এবং প্রয়োগ বিষয়ে তথ্য সংগ্রহ ও তা বিশ্লেষণের জন্য একটি কমিটি গঠন করেছে বিএনপি।
রোববার (৩ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে এ কমিটির প্রধান করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এ কমিটি করোনা ভ্যাকসিন সংগ্রহ থেকে শুরু করে প্রয়োগ পর্যন্ত যাবতীয় তথ্য সংগ্রহ এবং সেসব তথ্য বিশ্লেষণ করবে। পরে এ বিষয়ে জাতির সামনে বক্তব্য ও পরামর্শ তুলে ধরবে এ কমিটি।