আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি’র আমলে এদেশে কোন আইনের শাসন ছিল না। তারা কোর্টকে (আদালতকে) তাদের পকেটের মধ্যে রাখতো। সেই আমল বদলে গেছে কিন্তু তাদের চিন্তাধারার কোনো পরিবর্তন হয়নি।
আজ শুক্রবার দুপুরে নবনির্মিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। শেখ হাসিনার ট্রেন বহরে হামলার বিচার নিয়ে তিনি আরও বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর সম্পূর্ণ সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত এ রায় দিয়েছেন। এটাকে ফরমায়েশি রায় কি করে তারা বলে এটা আমি বুঝি না।
মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওয়তায় ৪ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করেন। তাছাড়া উপজেলা ফরেস্টারের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন জাতের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন ও পৌরমেয়র মো. এমরান উদ্দিন জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।