গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী রবিবার দেশজুড়ে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বামপন্থী দলগুলি। এই ধর্মঘটের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি। র আগে গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য এবং এলডিপি বামেদের ধর্মঘটকে সমর্থনের কথা ঘোষণা করে। সম্প্রতি সব পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বৃদ্ধি করেছে বাংলাদেশ সরকার।
হাইলাইটস
- গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী রবিবার দেশজুড়ে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বামপন্থী দলগুলি।
- এই ধর্মঘটের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি।
- এর আগে গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য এবং এলডিপি বামেদের ধর্মঘটকে সমর্থনের কথা ঘোষণা করে।
- সম্প্রতি সব পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বৃদ্ধি করেছে বাংলাদেশ সরকার।
ডিজিটাল ডেস্ক: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী রবিবার দেশজুড়ে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বামপন্থী দলগুলি। এই ধর্মঘটের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি। শুক্রবার ঢাকার গুলশনে দলের স্থায়ী কমিটির বৈঠকের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য এবং এলডিপি বামেদের ধর্মঘটকে সমর্থনের কথা ঘোষণা করেছে।
এদিন রাজধানী ঢাকায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘সারা দেশের মানুষ গ্যাসের এই মূল্যবৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই কারণে বামেদর ডাকা এই হরতালের যৌক্তিক আছে বলে আমরা মনে করি। একই কারণেই আগামী ৭ জুলাইয়ের অর্ধদিবস হরতালে আমরা নীতিগত সমর্থন জানাচ্ছি।’