বরগুনায় রিফাত হত্যা মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ‘দুই নম্বর আসামি রিফাত ফরাজী কে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখনো গ্রেপ্তার হয়নি তাদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।’
তিনি আরও বলেন, ‘দিবাগত রাত ২ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনি বিস্তারিত জানানো যাচ্ছে না।’ তবে রিফাত ফরাজীকে আজ আদালতে তোলা হবে বলেও জানান তিনি।
প্রধান আসামি নয়ন বন্দুকযুদ্ধে নিহত হওয়ার একদিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হলো।
এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার হয়েছে। পলাতক রয়েছে রিশান ফরাজীসহ আরও পাঁচজন। এছাড়া সন্দেহভাজন ও অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে সায়মন, সাগর, নাজমুল ও তানভীরসহ ১১ জনকে। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রিফাত ফরাজী, চন্দন, হাসান, টিকটক ও অলিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।