বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আইনের প্রতি চরম অবজ্ঞা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শুক্রবার (৫ জুন) বিকেলে বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। এর আগে বিকেল ৪ টায় বৈঠক শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ ও মির্জা আব্বাস প্রমুখ। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার জনগণের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে।
এতে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ ও মির্জা আব্বাস প্রমুখ। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার জনগণের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে।
এছাড়া সরকারের দুর্নীতির ধাপগুলোতে অর্থায়ন করার জন্যই গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।