অনেকেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। যেহেতু প্রতিদিন অনেকেই অফিস কিংবা বাড়িতে লিফট ব্যবহার করেন। ফলে এমন অভিজ্ঞতা নিজের হয়েছে কিংবা অন্য কারও কাছ থেকে শুনেছেন। প্রায়ই শোন যায় লিফট ছিঁড়ে দুর্ঘটনায় আহত কিংবা নিহত হয়েছেন কেউ।
অনেক সময় এমন হতে পারে যে লাইট নিভে গিয়ে কেউ লিফটে আটকে গিয়েছেন। এমন সময় হঠাৎ ভয় লাগা স্বাভাবিক। আবার দেখা যায় নিচে নামার পরিবর্তে একটি লিফট উপরে যেতে শুরু করে এবং রকেটের গতিতে ছুটে ছাদে ধাক্কা খায়। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বুদ্ধি কাজে লাগাতে হবে। তাহলে সুস্থভাবে এখান থেকে বের হতে পারবেন।
চলুন জেনে নেওয়া যাক হঠাৎ লিফটে আটকে গেলে কী করবেন
লিফটে আটকে যাওয়া আতঙ্কের কারণ হতে পারে। লিফটে লোকের সংখ্যার উপর নির্ভর করে, সবাই যদি আতঙ্কে প্রবল ভাবে শ্বাস নিতে শুরু করে, তবে অস্বস্তি বাড়বে। শান্ত থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে এবং লিফটে উপস্থিত অন্যান্য ব্যক্তিদেরও শান্ত রাখার চেষ্টা করতে হবে।