কিভাবে দেখা যাবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি ম্যাচ

আগামী ২ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে আগামীকাল শুরু হচ্ছে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। স্বাভাবিকভাবেই কোথায় দেখা যাবে এই সিরিজ এটা নিয়ে কৌতুহল ক্রিকেটপ্রেমিদের। আজ জানা গেলো কোথায় দেখা যাবে সিরিজ।

বাংলাদেশের নাগরিক টিভিতে দেখা যাবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ। টেক্সাস রাজ্যের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে ২৩ ও ২৫ মে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি খেলবে দল দুটি।

টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে টিকিট একটু অন্যভাবে বিক্রি করছে যুক্তরাষ্ট্র। ফেসবুকে বাংলাদেশকে নিয়ে পোস্ট দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। এই মাঠে গতকাল অনুশীলন করেছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দুই দলই। সকালে বাংলাদেশ, বিকেলে যুক্তরাষ্ট্র। সাধারণত আয়োজক বোর্ড নিজেদের দলের অনুশীলনের ছবি বেশি বেশি সামাজিকমাধ্যমে পোস্ট করলেও যুক্তরাষ্ট্র দিয়েছে শুধু বাংলাদেশের অনুশীলনের ছবি। নিজেদের দলের কোনো ছবি আজ সকালেও দেখা যায়নি ৷ বাংলাদেশ দলের অনুশীলনের ছবির নিচে সিরিজের টিকিট বিক্রির লিংকও দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। ম্যাচের টিকিটের দাম ১৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় ১৭৫০ টাকা।

বাংলাদেশকে নিয়ে যে পোস্ট করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট, সেখানে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রস্তুতি চলছে। ২১ মে থেকে শুরু হচ্ছে।’ এই সিরিজে বেশিরভাগ দর্শক যে হবেন বাংলাদেশি, সেটা না বললেও চলছে। প্রবাসী বাংলাদেশিরা তো আছেনই। যুক্তরাষ্ট্রের দলে মার্কিন ক্রিকেটারের সংখ্যা খুবই কম। এই দলে আছেন এক সময় নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কোরি অ্যান্ডারসন। আছেন মোনাঙ্ক প্যাটেল, আলি খানের মতো উপমহাদেশীয় ক্রিকেটাররাও। 

Leave a Reply