বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দিকে নজর না দিয়ে সরকার প্রধান ব্যস্ত জিয়া পরিবারকে নিয়ে বিষেদগারে।
আহবাব চৌধুরী খোকন সম্পাদিত -‘জিয়াউর রহমান অনন্য রাষ্ট্রনায়ক’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে মঙ্গলবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের সকল বিপর্যয় এমনকি প্রাকৃতিক বিপর্যয়েও সরকার প্রধানের টার্গেট একটাই, জিয়া পরিবারকে নিয়ে বিষেদাগার করা। অথচ এই জিয়াউর রহমান না থাকলে স্বাধীনতার ঘোষণার কি হতো? জিয়া ক্ষমতায় না এলে বাকশাল থেকে আওয়ামী লীগের পূণর্জন্মও হতো না।
রিজভী প্রশ্ন করেন, সাবেক সেনা প্রধান ও পুলিশ প্রধানের বিরুদ্ধে এই যে রুপকথার গল্পের মতো দুর্নীতির অভিযোগ, সরকার কি এগুলো জানে না? লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, ব্যাংক খালি হচ্ছে সেদিকে, সরকারের কোন নজর নেই। তারা পড়ে আছে জিয়া পরিবার নিয়ে।
রিজভী বলেন, এসব দুর্নীতি আর অপকর্মে সরকারের যারা জড়িত, তাদের সবাইকে একদিন হিসাব দিতে হবে।