ট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা।
শনিবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিমানবন্দর সড়কে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর মিডিয়া ইউং কাজী ফয়সাল হোসাইন এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি বেইস চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশির উদ্দেশে থামানোর চেষ্টা করা হয়। কিন্তু ওই ব্যক্তি কৌশলে একটি কালো পলিথিনের মোড়ানো প্যাকেট ফেলে ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরো বলেন, পরে ওই মোড়ানো প্যাকেট থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক ওজন ৩,৪৮০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য টাকা ১ কোটি ৪৬ লাখ ১৬ হাজার টাকা।
ফয়সাল হোসাইন বলেন, পালিয়ে যাওয়া অপরাধীকে আটক করার জন্য অভিযান অব্যাহত আছে। এছাড়াও জব্দকৃত স্বর্ণ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।