গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ভুল ইনজেকশন পুশ করার অভিযোগে ডাক্তার ও নার্সকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
অভিযুক্ত ডাক্তার তপন কুমার মণ্ডল ও নার্স কুহেলিকা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন আবেদন বাতিল করে জেলহাজতে পাঠান।
উচ্চ আদালত থেকে নেয়া জামিনের সময় শেষ হওয়ায় রোববার গোপালগঞ্জ সদর আমলী আদালতের বিচারক হুমায়ুন কবীর তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে হাজির হননি আরেক অভিযুক্ত নার্স শাহনাজ পারভীন।
অভিযুক্ত চিকিৎসক ও দুই নার্স এর আগে হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের সময় শেষ হওয়ায় ডাক্তার তপন কুমার মণ্ডল ও নার্স কুহেলিকা রোববার নিম্ন আদালতে হাজির হন।
প্রসঙ্গত, গত ২০ মে পিত্তথলির পাথরজনিত সমস্যা নিয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মরিয়ম সুলতানা মুন্নি