ডেঙ্গু জ্বর আওয়ামী লীগের আমদানি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ১৯৯৭ সালে মরণঘাতি ডেঙ্গু জ্বর আমদানি করেছে আওয়ামী লীগ। তখন থেকে এই এডিস মশা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এটার জন্য যে ব্যাপক তৎপরতা দরকার জনস্বাস্থ্য অধিদফতরের তা নেই।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সিটি কর্পোরেশন ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, এটার জন্য পর্যাপ্ত যে প্রতিরোধ, যে অ্যান্টি ড্রাগ দরকার, এর কোনো কিছুই নেই সিটি কর্পোরেশনের।
বিএনপির এই নেতা আরো বলেন, আপনারা সবসময় দেখবেন উন্নয়ন কিংবা পদক্ষেপ এসব ক্ষমতাসীনদের ঠোঁটের মধ্যে আটকে থাকে। কিন্তু বাস্তবে এর কোনো পদক্ষেপ দেখেনি কেউ। আজ মানুষের কোথাও স্বস্তি নেই।